ইরানের প্রেসিডেন্টের মৃত্যু: এখন কী হবে?
রাইসি ২০২১ সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৫ সালে।
স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে, ইরানে এখন সরকারের দায়িত্ব কার ওপর বর্তাবে।
ইরানে কোনো প্রেসিডেন্ট দায়িত্বরত অবস্থায় মারা গেলে কী হবে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া আছে দেশটির সংবিধানে।
ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সংবিধানের ১৩১ অনুচ্ছেদ অনুযায়ী, যদি দায়িত্বরত অবস্থায় কোনো প্রেসিডেন্ট মারা যান, তাহলে ভাইস প্রেসিডেন্ট দায়িত্বগ্রহণ করবেন।
তবে এক্ষেত্রে সর্বোচ্চ নেতার অনুমোদন লাগবে, কারণ রাষ্ট্রের সকল বিষয়ে তার কথাই শেষ কথা।
এরপর প্রথম ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্টের স্পিকার ও বিচার বিভাগের প্রধানের সমন্বয়ে গঠিত একটি পরিষদ নতুন প্রেসিডেন্ট বেছে নিতে সর্বোচ্চ ৫০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করবে।
রাইসি ২০২১ সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৫ সালে।